শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:৪৩, ৬ নভেম্বর ২০২৫

১৬ নভেম্বর থেকে ঢাকাতে করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন 

১৬ নভেম্বর থেকে ঢাকাতে করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন 
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাস থেকে বন্ধ থাকা ঢাকায় বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ পুনরায় শুরু হচ্ছে। আগামী ১৬ নভেম্বর থেকে বাংলাদেশি আবেদনকারীরা আবারও ঢাকাতেই বেলজিয়ামের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এর আগে, গত কয়েক মাস ধরে ঢাকার সুইডেন দূতাবাসে ভিসা আবেদন কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশি আবেদনকারীদের ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হচ্ছিল, যা অনেকের জন্যই বড় ঝামেলার সৃষ্টি করেছিল।

দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রক্রিয়ায় এখন থেকে ঢাকার বনানীর বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল–৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বেলজিয়াম ভিসার আবেদন জমা দেওয়া যাবে।

দূতাবাস জানায়, আবেদনকারীদের অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অফিসটি খোলা থাকবে রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য বেলজিয়াম ভিসা প্রক্রিয়া আগের মতোই সহজ ও স্বাভাবিক হতে যাচ্ছে।

সম্পর্কিত বিষয়: