বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:৪৯, ২ অক্টোবর ২০২৫

ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহার অভিযোগ, দূতাবাসের উদ্বেগ

ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহার অভিযোগ, দূতাবাসের উদ্বেগ
ছবি: সংগৃহীত

ডেনমার্কে উচ্চ শিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহারের অভিযোগে উদ্বেগ জানিয়েছে কোপেনহেগেনস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলেছে, সব বাংলাদেশি শিক্ষার্থীকে ঢালাওভাবে অভিযুক্ত করা বিভ্রান্তিকর ও অন্যায্য।

বুধবার (১ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসাকে শ্রমবাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। অথচ বাস্তবে অধিকাংশ শিক্ষার্থী বৈধভাবে ভর্তি হন, বসবাসের শর্ত মেনে চলেন এবং উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় বহন করেন।

দূতাবাস জানায়, কিছু অসাধু শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং অতিরঞ্জিত তথ্য দিয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থী আর্থিক চাপে খণ্ডকালীন কাজ নিতে বাধ্য হয়, যা ড্যানিশ আইনে অনুমোদিত হলেও তাদের পড়াশোনায় প্রভাব ফেলে। তবে এর কারণে তাদের মেধা বা সততা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থী পরিশ্রমী, নিয়ম মেনে চলেন এবং ড্যানিশ বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন। অনেকেই স্নাতকোত্তর পর্যায়ে পূর্ণ বৃত্তি লাভ করেছেন, যা তাদের একাডেমিক যোগ্যতার প্রমাণ। এছাড়া বাংলাদেশি গবেষক, পোস্ট-ডক্টরাল ফেলো ও শিক্ষকরা ডেনমার্কের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

দূতাবাস আশ্বাস দিয়েছে যে তারা ড্যানিশ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করবে, যাতে প্রকৃত শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা সম্মানিত হয় এবং যেকোনো অপব্যবহার যথাযথভাবে মোকাবিলা করা যায়।

সম্পর্কিত বিষয়: