পর্তুগালে ঈদে আজম উদযাপন

পর্তুগালের রাজধানীর লিসবনে রাধুণী রেস্টুরেন্টে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্মদিন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন পর্তুগাল শাখার উদ্যোগে আলোচনা সবা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
সংগঠনের পর্তুগাল শাখার সভাপতি কাজী জুলহাস মামুনের সভাপতিত্বে ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, সোহাগ মুন্সী, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নিজাম রাহাদ সহ আরও অনেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মুরুব্বী কমিউনিটি ব্যক্তিত্ব সমাজসেবক তসলিম উদ্দীন।
বক্তাগণ বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান, সকল গুন, সকল কল্যাণের উৎস।
বক্তাগণ প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস পবিত্র ১২ ই রবিউল আউয়ালকে ঈদে আজম হিসাবে উদযাপন করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন আমরা অনেক ভাগ্যবান যে এই নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি আমাদের সবার উচিত নবীর দেখানো পথে চলা ঈমান ও আমল নিয়ে পথ চলা ।