বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

পর্তুগাল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৫৬, ৩১ আগস্ট ২০২৫

পর্তুগাল আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন  

পর্তুগাল আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন  

পর্তুগাল আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজধানী লিসবনে যথাযথ মর্যাদায় এবং শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। 

পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইনের সভাপতিত্বে মাছুম আহমেদ ও ইকবাল হোসেন কাঞ্চনের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন,  বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশরাফ হোসেন পর্তুগাল আওয়ামীলীগ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। মালয়েশিয়া যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমদ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম শাহীন (রোহিঙ্গা শাহীন), শামীম আহমদ, আহম্মেদ লিটন, পর্তুগাল ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল সরকার, সালাউদ্দিন, লিসবন মহানগর ছাত্রলীগের সভাপতি সাদমান, মেহেদী হাসান রাজু, ইয়াসিন মিয়া, মাসুম বিল্লাহ, লুৎফুর রহমান, মেহরাব প্রমুখ 

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে সুদীর্ঘ আলোচনা করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হতো না। যেই নেতা তার জাতির জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়ে একটি  স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিলেন। সেই নেতাকে  ১৯৭৫ এর ১৫ ই আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে পুরো পরিবারকে শাহাদত বরণ করতে হয়েছে। জাতির পিতার মৃত্যুর মধ্যে দিয়ে সোনার বাংলা গড়ার অগ্রযাত্রা  রুখে দেওয়া হয়।

আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং  দোয়া করেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম