পিআর আমরা বুঝি না, দেশের মানুষও বোঝে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা পিআর বুঝি না , সেখানে দেশের মানুষ আরও বেশি বোঝে না। যারা এখন পিআর পিআর করতেছে, তারা দুই বা পাঁচ বছর আগে কেন বলেননি? এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন?’
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘জনগণ জানে, সে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে। কিন্তু প্রার্থীকে চিনতে না পেরে শুধু মার্কায় ভোট দিলে পরে যদি দেখেন অন্য কেউ এমপি হয়েছেন, সেটা জনগণের ভালো লাগবে না। কিছু দল আনুপাতিক নির্বাচন নিয়ে আসছে—যা আসলে জনগণকে বিভ্রান্ত করা ও প্রতারণা করার নাম। এতে ভোটারদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা মানুষ কখনো মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন মানেই গণতন্ত্র নয়; বরং নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি। যেমন গাড়ির চাকা ও ইঞ্জিন থাকলেও তেল ছাড়া গাড়ি চলে না, তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্র এগোতে পারে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।



























