শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:১২, ১৩ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে: রিজভী

আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে: রিজভী
ছবি: সংগৃহীত

অবৈধ ক্ষমতা দখল ও ফ্যাসিস্ট হাসিনার বিচারকে ঠেকাতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, 'আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি যে আওয়ামী লীগের, সেটা তারা আবারও প্রমাণিত করলো।'

তিনি আরও বলেন, 'দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। নানাভাবে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করা হলে, ৫ আগস্টের পরাজিত শক্তি সফল হবে।'

সদ্য সংবাদ/এমটি