ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু কুচক্রী মহল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে একটি ভুয়া ভিডিও তৈরি করেছে। ভিডিওটিতে তাঁকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে দেখা যায়।
শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ‘পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন।’
তিনি অভিযোগ করেন, জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এই ধরনের কাল্পনিক ভিডিও প্রচার করা হচ্ছে।
রিজভী আরও বলেন, ‘দেশের জনগণসহ দলের নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে আহ্বান জানাচ্ছি এ ধরনের ভুয়া ও সম্পাদিত ভিডিওতে বিভ্রান্ত হবেন না।’



























