সেনাবাহিনীর সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএন্ডএস)-এ আয়োজিত ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোরের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান। এই ঐতিহ্য ধরে রেখে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরও সক্ষম করে তুলতে হবে।
পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্মেলনে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস।



























