কাপ্তাই রদে নৌকা ডুবি, শিশুসহ ৩ মরদেহ উদ্ধার
৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝোড়ো হাওয়ায় লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতে দুই জনকে জীবিত উদ্ধার করা হয় এবং এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন (১ অক্টোবর) আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।