ময়মনসিংহে পরিত্যক্ত ট্যাংকে নারীর মরদেহ, প্রেমিক গ্রেফতার
ময়মনসিংহের তারাকান্দায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের নারীর গলিত মরদেহের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহতের নাম সুফিয়া খাতুন, বয়স ৩৪ বছর। তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রোহান মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। তার কাছ থেকে নিহতের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।