বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর সেফটি ট্যাংক থেকে তাইয়েবার লাশ উদ্ধার 

নিখোঁজের দুইদিন পর সেফটি ট্যাংক থেকে তাইয়েবার লাশ উদ্ধার 

শরীয়তপুরের সখিপুরে নিখোঁজের দুইদিন পর টিটু সরদারের মেয়ে তাইয়েবা (৬)-এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশে সখিপুর ছৈয়াল কান্দি মেজবাউদ্দিন মোল্লার সেফটি ট্যাংক থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে তাইয়েবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি। স্থানীয় দারুণ নাজার মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল সে। শুক্রবার সকালে বাড়ির পাশেই সেফটি ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার হলে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।