শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১২ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ২২ আগস্ট ২০২৫

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নৌ-পুলিশ সদস্যরা নদী থেকে তার লাশটি তুলে আনেন।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, বিকালে কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ দেখা যায়। পরে তা উদ্ধার করে ছবি মিলিয়ে দেখা হয়। রমনা থানায় করা সাধারণ ডায়েরিতে পরিবারের দেওয়া ছবির সঙ্গে লাশটির মিল পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘মেঘনা নদীতে যে লাশ পাওয়া গেছে, আমরা প্রায় নিশ্চিত হয়েছি সেটি সাংবাদিক বিভুরঞ্জনের। তার পরিবার এসে শনাক্ত করার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালবেলা অফিসে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় একটি জিডি করেন।