বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:২৬, ২০ আগস্ট ২০২৫

নেত্রকোনায় পৃথক স্থান থেকে তিন মরদেহ উদ্ধার

নেত্রকোনায় পৃথক স্থান থেকে তিন মরদেহ উদ্ধার
ছবি: সদ্য সংবাদ

নেত্রকোনার কেন্দুয়া ও পূর্বধলায় পৃথক দুটি ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে জেলার দুটি উপজেলায় এসব ঘটনা ঘটে।

কেন্দুয়া উপজেলায় নুরুজ্জামান (৪০) নামে এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার পাচার বড়বাড়ি গ্রামের মৃত মঙ্গল চানের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে সিএনজি নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের মরা বিল এলাকায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের গলা কাটা, পেট ফেটে ভুড়ি বের হয়ে গেছে এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশেই রক্তমাখা সিএনজিটি পড়ে ছিল। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলে সিআইডি, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, পূর্বধলা উপজেলায় পৃথক দুটি স্থানে ঝুলন্ত অবস্থায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— আগিয়া ইউনিয়নের জয়চরণ বিশ্বাস (৭৩) এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জয়চরণ বিশ্বাস পরিবারের সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বের হয়ে যান। ভোরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অপরদিকে, জাওয়ানি গ্রামে আনিসুজ্জামান সোহেলের পুকুরপাড়ের পাশে বোরহান উদ্দিনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, দুই মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনটি ঘটনারই তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়: