কাপ্তাই রদে নৌকা ডুবি, শিশুসহ ৩ মরদেহ উদ্ধার
রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে কাপ্তাই হ্রদে এক দিনে দুটি নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় শিশু ও নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আরও দুই জনকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝোড়ো হাওয়ায় লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতে দুই জনকে জীবিত উদ্ধার করা হয় এবং এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন (১ অক্টোবর) আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া একই রাতে (৩০ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ছয় জন যাত্রীর মধ্যে চার জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করেছে, তবে দুই যুবকের সন্ধান এখনও মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার কারণে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই নয়, বরং মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।



























