বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত: ১০:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সদ্য সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মো. সুহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশে অবস্থিত বিলে ড্রেন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের মো. মালাই মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার (ওসি) শাহীনূর ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিলে একজন যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নবীনগর থানা পুলিশকে অবহিত করেন। এরপর নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেন।

শিবপুর পুলিশ ফাঁড়ির এসআই কানাই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে চামড়া ঝলসে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বজ্রপাতে মৃত্যু হতে পারে। বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট আসলে আরও তথ্য জানা যাবে।