বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নিখোঁজের দুইদিন পর সেফটি ট্যাংক থেকে তাইয়েবার লাশ উদ্ধার 

নিখোঁজের দুইদিন পর সেফটি ট্যাংক থেকে তাইয়েবার লাশ উদ্ধার 
ছবি: সদ্য সংবাদ

শরীয়তপুরের সখিপুরে নিখোঁজের দুইদিন পর টিটু সরদারের মেয়ে তাইয়েবা (৬)-এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশে সখিপুর ছৈয়াল কান্দি মেজবাউদ্দিন মোল্লার সেফটি ট্যাংক থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে তাইয়েবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি। স্থানীয় দারুণ নাজার মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল সে। শুক্রবার সকালে বাড়ির পাশেই সেফটি ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার হলে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শাহান সরদার বলেন, ‘এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুটির মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন হোক, এটাই আমাদের দাবি।’

কামরুজ্জামান রাজীব সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ভাবতেই পারছি না এভাবে একটি ছোট শিশুর লাশ মিলতে পারে। তাইয়েবা ছিল খুব মায়াবী ও হাসিখুশি মেয়ে। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।’

সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

তাইয়েবার মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক।