শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৩১, ৯ নভেম্বর ২০২৫

বিএনসিসি আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্সআপ ইবির দুই ক্যাডেট

বিএনসিসি আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্সআপ ইবির দুই ক্যাডেট
ছবি: সদ্য সংবাদ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) কর্তৃক আয়োজিত 'আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫'-এ অংশগ্রহণ করে রানার্সআপ হয়েছে সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্বকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন এবং ল্যান্স কর্পোরাল মো. নাফীজ আহম্মেদ।

তারা সুন্দরবন রেজিমেন্টের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০টি জেলার প্রতিদ্বন্দ্বী ক্যাডেটদের একে একে পরাজিত করে আন্তঃরেজিমেন্ট পর্যায়ে সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ময়নামতি রেজিমেন্ট ও নেভাল উইংকে পরাজিত করে ফাইনালে পৌঁছান।

জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে সেনা শাখার পাঁচটি রেজিমেন্ট, নৌ শাখা ও বিমান শাখার বাছাইকৃত মোট চৌদ্দজন ক্যাডেট অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ (বিজিবি, এমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি)।

তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, 'BNCC ক্যাডেটরা শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের অনুশীলনেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও জাতিকে গর্বিত করছে।'

এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম, মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স, এবং কর্ণফুলী রেজিমেন্টের সম্মানিত অফিসারবৃন্দ।

এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমটি