ইবিতে ‘দিব্য স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য’র স্মরণে ‘দিব্য স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা। বিভাগের শিক্ষক প্রভাষক হাবিবুর রহমান ও শিক্ষার্থী মাহমুদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে—গ্রুপ পর্বে ৬টি, সেমিফাইনালে ২টি এবং ফাইনালে ১টি ম্যাচ।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা বলেন, "সবাইকে একদিন চলে যেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। দিব্য আমাদের বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারিনি। সে সবসময় ভালো কাজে যুক্ত ছিল। আজ তাকে স্মরণ করে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তোমাদের ঐক্য ও ভালো কাজগুলো অব্যাহত থাকুক।"
প্রসঙ্গত, দেবতোষ সরকার দিব্য সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৩০ অক্টোবর ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সদ্য সংবাদ/ এস. এম. শাহরীয়ার স্বাধীন



























