শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:২২, ৯ নভেম্বর ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবিতে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবিতে মানববন্ধন
ছবি: সদ্য সংবাদ

বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

এসময় শিক্ষার্থীদের হাতে "প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে; নৈতিক প্রজন্ম গড়তে হলে, ধর্মীয় শিক্ষায় বিকল্প নেই; ধর্মহীন শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা; ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি; ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও" ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় থিওলজি অনুষদের শিক্ষার্থীরা বলেন, 'এদেশে অসংখ্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে ইসলাম সাবজেক্ট রয়েছে কিন্তু সেখানে কোনো ধর্মীয় শিক্ষক নেই। এই বিষয়ে এমন ব্যক্তিরা ক্লাস নেয় যারা ইসলামের যথাযথ জ্ঞান রাখে না। এমনও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখানে অমুসলিম শিক্ষাক এই বিষয়ে পাঠদান করেন। সেখানে শিক্ষার্থীরা কতটুকু ইসলামনে জ্ঞান লাভ করতে পারে? ৯০% মুসলিমদের দেশে ধর্মীয় শিক্ষার প্রতি এমন আচরণ এদেশের মানুষ মেনে নিতে পারে না। এই এই সংকীর্ণতার কারণে আমাদের শিশু-কিশোরেরা তাদের ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে।' 

মানববন্ধনে তারা দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান, না হলে দেশের সচেতন সমাজ নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। 

এ সময় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইহসান ভূঁইয়া বলেন, 'এদেশের শিশুরা ১০ বছর পর্যন্ত  প্রাথমিক বিদ্যালয়ে শেখার পরও সালাত আদায় করার পরিপূর্ণ নিয়ম-কানুন ও সহি-শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারে না, এর থেকে বড় লজ্জার আর কী হতে পারে? স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেলো, এত দিনেও এই দাবি আদায় হয়নি। তবে কথিত ফ্যাসিস্ট সরকার কে এই ছাত্রজনতা যেভাবে বিদায় করেছে তারপরে আমরা আশা করেছিলাম এ দাবি পূরণ হবে। কিন্তু আমাদের মুসলিম জনতা পূর্বেও দাবি তুলেছেন বিভিন্ন মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম, বিক্ষোভ মিছিল করেছেন। তারপরও অন্তবর্তীকালীন সরকারের গায়ে লাগে নাই।'

এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মুসলিমদের সাথে আগুন নিয়ে খেলবেন না, তারা তাদের দাবি আদায় করতে জানে। তারা যদি রাস্তায় নামে তাহলে পালানো ছাড়া আর কোনো পথ দেখবেন না।'

এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমটি