শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৯ নভেম্বর ২০২৫

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, সারাদেশে পাঠদান বন্ধ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, সারাদেশে পাঠদান বন্ধ
ছবি: সংগৃহীত

 ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ রবিবার (৯ নভেম্বর) থেকে দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে পদোন্নতির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করলে পুলিশ বাধা দেয়। এতে শিক্ষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ, জলকামান ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে।

রাতে আন্দোলনরত চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ কর্মবিরতির ঘোষণা দেয়।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের কাছ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা পাঠদান বন্ধ রাখবেন। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ, প্রধান শিক্ষকদের নবম গ্রেড প্রদান এবং শিক্ষকদের পদোন্নতি ও বেতন বৈষম্য দূরীকরণ।

অন্যদিকে, বছরের শেষ সময়ে এই কর্মবিরতি শিক্ষার্থীদের পড়াশোনা ও বার্ষিক পরীক্ষা নিয়ে অভিভাবকদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। বার্ষিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৬ মে একই দাবিতে শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছিলেন, যা ৪ দিন পর সরকারের আশ্বাসে স্থগিত হয়। কিন্তু এবার তারা জানিয়েছেন, “লিখিত নিশ্চয়তা ছাড়া আন্দোলন বন্ধ হবে না।” 
 

সম্পর্কিত বিষয়: