শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ৮ নভেম্বর ২০২৫

কাল থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

কাল থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
ছবি: ফোকাস বাংলা

বেতন গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার (৯ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করছেন। একই সঙ্গে দাবি আদায় ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

শনিবার বিকেলে শাহবাগে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন শিক্ষকরা। সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়। তবে পুলিশ বলেছে, শিক্ষকরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হতে চেয়েছিলেন, তাই বাধ্য হয়ে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের দাবি, কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়, তবে এতে অসন্তুষ্ট শিক্ষকরা দশম গ্রেডের দাবিতে আন্দোলনে নেমেছেন।

এই দাবির পক্ষে আন্দোলন পরিচালনা করছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’, যার ব্যানারে শনিবার থেকেই রাজধানীসহ সারাদেশে কর্মসূচি চলছে।

সম্পর্কিত বিষয়: