সাফল্যের ভিড়ে নিঃসঙ্গ রাশ্মিকা মন্দানা
বলিউডে একের পর এক সফল ছবি উপহার দিলেও, একান্ত সময়গুলোয় বিষণ্ণতায় ভোগেন অভিনেত্রী রাশ্মিকা মন্দানা। পুষ্পা, অ্যানিম্যাল ও ছাওয়া–র মতো বক্স অফিস কাঁপানো ছবিগুলোর নায়িকা হলেও ছুটির দিনগুলো তাঁর কাছে আনন্দ নয়, বরং কান্নার।