সাফল্যের ভিড়ে নিঃসঙ্গ রাশ্মিকা মন্দানা
বলিউডে একের পর এক সফল ছবি উপহার দিলেও, একান্ত সময়গুলোয় বিষণ্ণতায় ভোগেন অভিনেত্রী রাশ্মিকা মন্দানা। পুষ্পা, অ্যানিম্যাল ও ছাওয়া–র মতো বক্স অফিস কাঁপানো ছবিগুলোর নায়িকা হলেও ছুটির দিনগুলো তাঁর কাছে আনন্দ নয়, বরং কান্নার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশ্মিকা জানান, কর্মজীবনের ব্যস্ততার কারণে জীবনের অনেক মূল্যবান সময় হারিয়ে ফেলেছেন তিনি। বিশেষ করে তাঁর ১৩ বছর বয়সী ছোট বোন, যে রাশ্মিকার চেয়ে ১৬ বছরের ছোট, এখন প্রায় তাঁর সমান উচ্চতায় পৌঁছে গেছে। কিন্তু গত আট বছরে সেই বেড়ে ওঠার মুহূর্তগুলো খুব একটা দেখতে পাননি অভিনেত্রী।
তিনি বলেন, ‘ছুটির দিনগুলোয় আমি কাঁদি। কারণ তখনই টের পাই, আমি কী কী হারিয়েছি। আমি দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। আমার বন্ধুরাও এখন যোগাযোগ রাখে না। আগে তারা অন্তত আমাকে জানিয়ে পরিকল্পনা করত, এখন তাও করে না।’
সাফল্য ও খ্যাতি সত্ত্বেও নিজের ব্যক্তিগত জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কষ্ট স্পষ্ট তাঁর কণ্ঠে। রশ্মিকার মা প্রায়ই তাঁকে মনে করিয়ে দেন, কর্মজীবনে এগোতে চাইলে ব্যক্তিগত জীবনে কিছু ত্যাগ করতে হবে। তবে অভিনেত্রীর বিশ্বাস, দুই দিকেই ভারসাম্য রাখা সম্ভব যদি মন থেকে চেষ্টাটা করা যায়।



























