মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৯:৫২, ১২ জুলাই ২০২৫

‘অ্যানিমেল’-এর রণবীরের সঙ্গে টক্সিক ডেট করতে চান রাশমিকা!

‘অ্যানিমেল’-এর রণবীরের সঙ্গে টক্সিক ডেট করতে চান রাশমিকা!

রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেন রাশমিকা মান্দানা। যদিও সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছিল, তবে 'আলফা-পুরুষ' থিম এবং রণবীরের চরিত্র রণবিজয়ের টক্সিক আচরণ নিয়ে দর্শকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

নারী ও পুরুষ উভয় দর্শকের একাংশই চরিত্রটিকে সহিংস, নিয়ন্ত্রণপ্রবণ ও অবাঞ্ছনীয় বলে মনে করেন। কিন্তু রাশমিকা এই বিষয়ে জানালেন ভিন্ন মত।

সম্প্রতি এক কথোপকথনে এক ভক্ত জানতে চান, তিনি বাস্তবে ‘অ্যানিমেল-এর রণবিজয়ের মতো পুরুষের সঙ্গে ডেট করবেন কি না? রাশমিকা বলেন, ‘আমি হয়তো ডেট করব। আমি বিশ্বাস করি, যদি আপনি কাউকে ভালোবাসেন, তবে সে আপনার ভালোবাসায় বদলে যাবে।’

উপস্থাপক ও দর্শকরা তখন পাল্টা মতামত দিয়ে বলেন, ‘বাস্তবে মানুষ বদলায় না।’ এর জবাবে রাশমিকা বলেন, ‘যখন আপনি কারও সঙ্গে অল্প বয়স থেকে বড় হন বা বহুদিন তাকে চেনেন, তখন একসঙ্গে বেড়ে ওঠার অভিজ্ঞতা থাকে। আপনি জানেন, সে আগে কেমন ছিল, আর এখন কেমন। সময়ের সঙ্গে মানুষ বদলায়।’

তবে অভিনেত্রীর এই মন্তব্য ভালোভাবে নেয়নি অনেক নেটিজেন। একজন মন্তব্য করেন, ‘একজন প্রাপ্তবয়স্ক নারীর কাছ থেকে এমন মন্তব্য শোনা দুঃখজনক। আরেকজন লেখেন, ‘রাশমিকা বুঝতেই পারছেন না, বাস্তব জীবনে এই ধরনের সম্পর্ক কতটা ক্ষতিকর হতে পারে।’ কেউ কেউ মনে করছেন, রাশমিকা সিনেমার চরিত্রকে বড় করার জন্য এমন বক্তব্য দিচ্ছেন, যা দায়িত্বজ্ঞানহীন। তবে সব সমালোচনার মাঝেও রাশমিকা তার বক্তব্যে অনড়।

এদিকে, এই অভিনেত্রী শিগগিরই দেখা দেবেন অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিত বিগ বাজেটের ছবি ‘এএ২২এক্সএ৬’-এ। এতে তার সঙ্গে অভিনয় করবেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর।