‘অ্যানিমেল’-এর রণবীরের সঙ্গে টক্সিক ডেট করতে চান রাশমিকা!
রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেন রাশমিকা মান্দানা। যদিও সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছিল, তবে `আলফা-পুরুষ` থিম এবং রণবীরের চরিত্র রণবিজয়ের টক্সিক আচরণ নিয়ে দর্শকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।