তিন বিচারপতিকে শোকজ নয়, মামলার তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। আদালতের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কেবল মামলা-সংক্রান্ত কিছু তথ্য চেয়েছেন। এটি আদালত ব্যবস্থাপনার অভ্যন্তরীণ প্রক্রিয়ার নিয়মিত দাপ্তরিক বিষয়।
প্রসঙ্গত, কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল যে প্রধান বিচারপতি তিন বিচারপতিকে শোকজ করে ব্যাখ্যা চেয়েছেন। তবে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, সংবাদে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গণমাধ্যমকে নির্দেশ দেওয়া হয়েছে, আদালত সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে বিষয়টির সত্যতা যাচাই করতে হবে এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রচার করতে হবে, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।



























