হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
কুষ্টিয়ায় গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিচার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
পলাতক থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
হানিফ ছাড়াও মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
প্রসিকিউশন গত ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগপত্রে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে—উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্রে অংশগ্রহণ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে জড়িত থাকা।
এরপর ৬ অক্টোবর ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে হাজিরার নির্দেশ দেয়। তবে ১৪ অক্টোবর আসামিরা আদালতে না আসায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হন এবং কয়েকজন আহত হন।
ঘটনার পর হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালে



























