নির্যাতনের অভিশাপে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে: মেজর হাফিজ
নির্যাতিত মানুষের অভিশাপেই শেখ হাসিনা আজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দুঃশাসন ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। শনিবার (১৫ নভেম্বর) সকালে ভোলার লালমোহনে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে গণসংবর্ধনায় যোগ দিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজ বলেন, `বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। এবার আপনারা মনোনয়ন দিলে আমি নির্বাচন করব।`