পুতিন সুন্দর কথা বলেন, আর সন্ধ্যায় বোমা ফেলেন: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার (১৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন, আর সন্ধ্যায় বোমা ফেলেন।”