বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার বিরুদ্ধে  নিষেধাজ্ঞার প্রস্তুতি চলছে: ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে  নিষেধাজ্ঞার প্রস্তুতি চলছে: ট্রাম্প
ছবি: বিবিসি

ইউক্রেনে ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে ‘ধ্বংস’ করতে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। খবর আল জাজিরা।

নিউ ইয়র্ক সিটিতে ইউএস ওপেন টেনিস ফাইনাল দেখতে যাওয়ার সময় সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত কিনা। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি বলেন, ‘এটা মানবতার এক ভয়াবহ অপচয়। সেখানে যা ঘটছে তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। আমি মনে করি এ সমস্যার দ্রুত সমাধান হবে।’

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রোববার রাশিয়া কিয়েভে রাতভর রেকর্ড ৮১৮টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি একদিনে চালানো সবচেয়ে বড় হামলা। মন্ত্রীসভা ভবনসহ ক্ষতিগ্রস্ত হয় সরকারি বেশকয়েকটি ভবন। নিহত হন অন্তত চারজন।

সর্বশেষ