শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১২:২২, ২৮ আগস্ট ২০২৫

বেইজিং কুচকাওয়াজে পুতিন-কিম, আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

বেইজিং কুচকাওয়াজে পুতিন-কিম, আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ সামরিক কুচকাওয়াজ, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে প্রকাশ্যে হাজির হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকদের মতে, এ উপস্থিতি পশ্চিমা চাপের বিরুদ্ধে তাদের ঐক্যের বার্তা দেবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এই কুচকাওয়াজে ২৬ জন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। তবে পশ্চিমা দেশগুলোর কোনো নেতা আমন্ত্রণ পাননি। কেবল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ডাকা হয়েছে, যিনি ইউরোপীয় ইউনিয়নের একমাত্র প্রতিনিধি হিসেবে সেখানে থাকবেন।

‘বিজয় দিবস’ কুচকাওয়াজটি আয়োজন করা হয়েছে জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০ বছর পূর্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে। এতে শত শত বিমান, ট্যাংক, অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে চীন। এটিকে দেশটির সেনাবাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, এ আয়োজন কেবল চীন ও গ্লোবাল সাউথের সংহতির প্রতীক হবে না, বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গেও দৃঢ় ঐক্যের প্রকাশ ঘটাবে।

রাশিয়াকে দীর্ঘদিন ধরে কৌশলগত অংশীদার হিসেবে দেখে আসছে চীন। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি চাপে পড়ে। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। অন্যদিকে, কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মুখে রয়েছে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সর্বশেষ মে মাসে দেখা করেছিলেন পুতিন, রাশিয়ার বিজয় দিবসে মস্কো সফরের সময়। এবার চার দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। ক্রেমলিনঘনিষ্ঠ ভাষ্যকার পাভেল জারুবিন জানিয়েছেন, সফরকালে পুতিন ও শি বৃহৎ পরিসরে বৈঠক করবেন, তবে আলোচনার নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি।

আরটি ইন্টারন্যাশনালের তথ্যমতে, সফরের সময় পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সামিটেও যোগ দিতে পারেন। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। এতে ২০টি দেশের নেতা ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। যদিও পুতিন সেখানে উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিও বিন জানিয়েছেন, সামিট চলাকালে শি জিনপিং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। অন্যদিকে, কিম জং উনের জন্য এ সফর হবে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সর্বশেষ তিনি ২০১৯ সালের জানুয়ারিতে চীন সফর করেছিলেন।

সর্বশেষ