বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১৯ আগস্ট ২০২৫

শান্তির পথে ট্রাম্প, পুতিন-জেলেনস্কি বৈঠক আয়োজনের উদ্যোগ

শান্তির পথে ট্রাম্প, পুতিন-জেলেনস্কি বৈঠক আয়োজনের উদ্যোগ
ডোনাল্ড ট্রাম্প, ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি ঘোষণা দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায়, দুই নেতার সেই বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় আলোচনায় তিনি নিজেও থাকবেন।

হোয়াইট হাউসে বৈঠক শেষে ওভাল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন। একইসঙ্গে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টেও একই বার্তা শেয়ার করেন তিনি। বিবিসি ও সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের জন্য কাজ শুরু করেছি। তবে কবে বা কোথায় তা হবে, সেটি এখনো নির্ধারিত হয়নি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম  ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি আরও জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইতোমধ্যেই টেলিফোনে কথা বলেছেন তিনি। সেই বৈঠকের পরই ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দেবেন।

ট্রাম্প জানান, সোমবারের বৈঠকের মূল আলোচ্য ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। ইউরোপের বিভিন্ন দেশ এ নিরাপত্তা দেবে, আর যুক্তরাষ্ট্র তার সমন্বয় করবে।

এর আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যেই হোয়াইট হাউস থেকে পুতিনকে ফোন করেন ট্রাম্প। রয়টার্সকে ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানান, ফোনালাপ চলে প্রায় ৪০ মিনিট। এরপর আবার বৈঠক শুরু হয়।

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘বিশ্বের ছয়টি যুদ্ধ আমি থামিয়েছি। ভেবেছিলাম এ যুদ্ধ সহজেই শেষ করা যাবে, কিন্তু এটিই সবচেয়ে কঠিন। তারপরও আমি নিশ্চিত, সমাধান আমরা খুঁজে পাব।’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমি বিশ্বাস করি, পুতিনও এই যুদ্ধ শেষ করতে চান।’

যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘এ যুদ্ধ অবশ্যই শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, আর বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য সরাসরি শান্তিচুক্তি—কারণ যুদ্ধবিরতি কেবল সাময়িক স্বস্তি দেয়।’

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা তাদের জন্য শক্তিশালী সুরক্ষা দেব, যথাযথ নিরাপত্তা দেব।’

ট্রাম্প আশা প্রকাশ করেন, আলোচনার ফলে ইতিবাচক কিছু আসবে। তিনি জানান, ইউরোপের সাতজন শীর্ষ নেতা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। জেলেনস্কিও ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘রক্তপাত বন্ধে ও যুদ্ধ থামাতে আপনার উদ্যোগকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি।’

এদিন হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

সর্বশেষ