বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১৬ আগস্ট ২০২৫

পুতিনের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’: ট্রাম্প

পুতিনের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’: ট্রাম্প
ছবি: এএফপি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার আলোচনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা শেষে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি। শনিবার (১৬ আগস্ট) বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন যৌথ সংবাদ সম্মেলনে জানান, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে তারা বিষয়গুলো নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি, এমনকি কোনো প্রশ্নও নেননি। এদিকে ট্রাম্প এই বৈঠকটিকে 'অত্যন্ত ফলপ্রসূ' আখ্যায়িত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অনেক অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নয়।’

রুশি প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি আশা করেন যে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার ফলাফল গঠনমূলকভাবে গ্রহণ করবে এবং এই আলোচনায় 'অর্জিত অগ্রগতি ব্যাহত করার' চেষ্টা করবে না।

তিনি বলেন, ‘আমি আশা করি আজকের সমঝোতাগুলো শুধু ইউক্রেন সমস্যার সমাধানেই নয়, বরং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা করবে।’

তবে সংবাদসংস্থা রয়টার্স বলেছে, আলোচনা শেষে যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসেনি। এখনও স্পষ্ট নয়, এই আলোচনা আদৌ যুদ্ধের অবসান ঘটাতে পারবে কি না।

সর্বশেষ