বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

যুদ্ধ

যুদ্ধ

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত ১৬, পালিয়েছে ১ লাখের অধিক মানুষ

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত ১৬, পালিয়েছে ১ লাখের অধিক মানুষ

সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত থাইল্যান্ডে ১৫ জন এবং কম্বোডিয়ায় একজন নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে দুই দেশের সীমান্ত এলাকা থেকে পালিয়ে গেছে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে ‘আল জাজিরা’। শুক্রবার (২৫ জুলাই) দ্বিতীয় দিনের মতো চলমান এ লড়াইয়ে একে অপরকে লক্ষ্য করে কামান ও রকেট হামলা চালিয়েছে দুই দেশের সেনাবাহিনী। থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার হামলার জবাবে তাদের বাহিনী পাল্টা গুলি চালিয়েছে।

যুদ্ধবিমান বিধ্বস্ত: নগরীর উপর প্রশিক্ষণ নিয়ে নতুন বিতর্ক

যুদ্ধবিমান বিধ্বস্ত: নগরীর উপর প্রশিক্ষণ নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশে গত কয়েক দশকের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনার পর মঙ্গলবার সারাদেশে শোক পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত ছিল, ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন হয়। সোমবার ঢাকা শহরের কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে কমপক্ষে ৩১ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন শিক্ষক ও পাইলট রয়েছেন, মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদুর রহমান। তিনি জানান, দগ্ধ অবস্থায় অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।