বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) হামলায় মন্ত্রিসভা ভবনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদটি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ প্রথম দেশটির মন্ত্রিসভা ভবন সরাসরি হামলার শিকার হলো।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গতকাল শনিবার রাতে কিয়েভে রেকর্ডসংখ্যক (৮ শতাধিক) ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তদের দেয়া তথ্য অনুযায়ী, হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন মোট ৩৭টি জায়গায় আঘাত হেনেছে। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়েছে আরো ৮টি স্থানে।

প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান,‘হামলার ফলে মন্ত্রিসভা ভবনের ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শত্রুরা প্রতিদিন আমাদের জনগণের মনে ভয় তৈরি করছে।'

তিনি আরো বলেন, ‘আজ ভোরে আমরা ইনডিপেনডেন্স স্কয়ারের আকাশে বড় ধোঁয়ার কুণ্ডলী দেখেছি। এরপর বিকট শব্দ শুনেছি। দেখেছি, দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব দ্রুত ছুটে যাচ্ছে। এর ঠিক পরপরই আরও একটি বিস্ফোরণ ঘটেছে।‘

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাখা স্বত্বেও  কিয়েভের কেন্দ্রের ঠিক এইস্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কিয়েভকে আরো চাপে ফেলবে।

সর্বশেষ