জামায়াত বলেছে মুক্তিযোদ্ধারা ভারতের দালাল: ফজলুর রহমান

জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল বলে অভিযোগ করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, 'জামায়াত বলেছে, মুক্তিযোদ্ধারা ভারতের দালাল। তাদের বলা হয়েছে দুষ্কৃতকারী। যখন টিক্কা খান ঢাকায় তিন দিনে পাঁচ লাখ লোক হত্যা করল, তখন গোলাম আজম গিয়ে তার পা ধরে সালাম করে বলেছে—হুজুর, আমি আপনার সঙ্গে আছি। ইতিহাসে সেই ছবিও আছে।'
বিএনপির নেতৃত্বাধীন ধারা থেকে মুক্তিযুদ্ধের চেতনা স্পষ্টভাবে উঠে না আসায় রাজনৈতিকভাবে একটা শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে আজকের প্রেক্ষাপটে দাঁড়ায়, ভালো। আমি তো আছিই বিএনপিতে। কিন্তু বিএনপি যদি দাঁড়াতে না পারে, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে নতুন কেউ দাঁড়াবে। এই অবস্থায় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে, তা নয়। সময় হলে নতুন কোনো শক্তিই সামনে আসবে। আমি তো পলিটিক্যাল সাইন্সের ছাত্র।'
নিজের দল বিএনপির সাম্প্রতিক সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমার দলের রাজনৈতিক শিষ্টাচার যদি থাকে, তাহলে আমাকে নেওয়া উচিত ছিল। আমি তো বলছি, আমার ভুল হতে পারে। কিন্তু আমাকে তো কেউ বলেনি, আপনি এই ভুলটা করেছেন। শুধু বলা হলো, আমি কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছি। অথচ সেই বক্তৃতার পর আপনারা আমাকে আবার চ্যানেলে ডাকলেন।
তিনি বলেন, 'আমি শিষ্টাচার চাই না, আমি চাই ন্যায্যতা। আমি তো দলের বিরুদ্ধে কিছু বলিনি। আমি ইতিহাস বলেছি, মুক্তিযুদ্ধের সত্য বলেছি।'