শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২৭ আগস্ট ২০২৫

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি যুদ্ধাপরাধী মারা গেছেন।  মৃতের মো. কামাল উদ্দিন গোলদার (৭৫)  কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় ছিল। পর সেখানে অসুস্থ হলে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে গত ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১টা ২০ মিনিটে মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কারা সূত্রে জানা আইসিটিবিডি মামলা নং ১১/২০১৭ ধারা ১৯৭৩ সালের মানবতা বিরোধী অপরাধ আইনের মামলায় বন্দি ছিলেন তিনি। মৃতের বাড়ি খুলনা বাটিয়াঘাটা থানার বিরাট গ্রামে।
 

সর্বশেষ