ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে আপত্তি পুতিনের?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে সমর্থন করেন না—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তাদের এক প্রতিবেদনে জানানো হয়, পুতিন এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি কর্মকর্তাদের অবহিত করেছেন বলে একটি সূত্র দাবি করেছে।
রয়টার্সের বরাতে জানা যায়, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি জটিল হয়ে উঠছে মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুকে কেন্দ্র করে। তেহরান বরাবরই নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে সার্বভৌম অধিকার হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায়, ইরান এই কার্যক্রম পুরোপুরি বন্ধ করুক।
তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ অ্যাক্সিওসের এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছে। তারা এক ‘সংশ্লিষ্ট সূত্রে’র বরাতে জানায়, পুতিন এ বিষয়ে কোনো বার্তা ইরানে পাঠাননি।
বিষয়টি নিয়ে মস্কো বা ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে পুতিনের প্রকৃত অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা সৃষ্টি হয়েছে।