বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

রাশিয়াকে অর্থনৈতিক সংকটে থাকা ‘কাগুজে বাঘ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন রাশিয়ার কাছ থেকে তার ভূখণ্ড ফিরে পেতে সক্ষম হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।জাতিসংঘের সাধারণ পরিষদের সমাপ্তির পর জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এই বিস্ময়কর মন্তব্য করেন ট্রাম্প। 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এই মন্তব্য করেন, ‘আমি মনে করি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুদ্ধ চালিয়ে যেতে এবং পুরো ইউক্রেনকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন, ‘রাশিয়া তিন বছরের যুদ্ধের পর উদ্দেশ্যহীনভাবে লড়াই করছে। রাশিয়ার অর্থনীতি আরো খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন তাদের দেশকে তার আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম হবে।কে জানে, হয়তো আরো এগিয়ে যেতে পারে।’

এর আগে ট্রাম্প ন্যাটো দেশগুলোকে রাশিয়ান জেটগুলো গুলি করে ভূপাতিত করার আহ্বান জানিয়েছিলেন। যদি রুশ যুদ্ধবিমান দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করে। রাশিয়ান যুদ্ধবিমান এবং ড্রোন আক্রমণ ইউরোপে উত্তেজনা সৃষ্টি করেছে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ