রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ১৪ জুলাই ২০২৫

পুতিন সুন্দর কথা বলেন, আর সন্ধ্যায় বোমা ফেলেন: ট্রাম্প

পুতিন সুন্দর কথা বলেন, আর সন্ধ্যায় বোমা ফেলেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার (১৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন, আর সন্ধ্যায় বোমা ফেলেন।”

সোমবার (১৪ জুলাই) ‘রাশিয়ার বিষয়ে বড় ধরনের বিবৃতি’ দেয়ার আগাম বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ অস্ত্র সরবরাহ করা হতে পারে।

প্রতিবেদনে জানা যায়, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ ঘোষণাটি আসতে পারে, কারণ মার্কিন বিশেষ দূত তার সর্বশেষ ইউক্রেন সফর শুরু করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বৈঠক হওয়ার কথা রয়েছে।

রবিবার নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পথে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুব প্রয়োজন। তবে এখনো সংখ্যার বিষয়ে (ক্ষেপণাস্ত্র) চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারা কিছু পেতে যাচ্ছে, কারণ তাদের সুরক্ষা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা মূলত তাদের কাছে সামরিক বাহিনীর অত্যন্ত উন্নত সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এবং তারা এর জন্য পুরো অর্থ পরিশোধ করবে। এতে আমাদের লাভ হবে।’