পাকিস্তানকে গুড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পেল টাইগাররা

মিরপুরের চেনা উইকেটে ফিরেই দুর্দান্ত এক প্রদর্শনী উপহার দিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ। চলতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের মাত্র ১১০ রানে অলআউট করে আত্মবিশ্বাসের জোরালো বার্তা দিল টাইগাররা।
রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এরপর থেকেই শুরু হয় তাসকিন-মুস্তাফিজ-মেহেদিদের তোপ। পাকিস্তান ইনিংস গুটিয়ে যায় ১৯.৩ ওভারে ১১০ রানে। সর্বোচ্চ ৪৬ রান আসে ফখর জামানের ব্যাট থেকে।
বোলিংয়ের শুরুতেই উইকেট পেতে পারতেন শেখ মেহেদি হাসান, কিন্তু ফখরের সহজ ক্যাচ ফেলে দেন তাসকিন আহমেদ। তবে দ্বিতীয় ওভারেই সেই তাসকিন ফিরিয়ে দেন সায়িম আইয়ুবকে। এরপর একে একে উইকেট তুলে নেন মেহেদি, তানজিম সাকিব, মুস্তাফিজ ও তাসকিন নিজেও। পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪১।
মিডল অর্ডারে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির ছোট জুটির পরও বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। শেষ ৩ উইকেট হারিয়ে মাত্র ৭ রান যোগ করে ১১০ রানে থামে তাদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২২ রানে নেন ৩ উইকেট। মুস্তাফিজ ৬ রান খরচায় শিকার করেন ২টি। তানজিম ও মেহেদি তুলে নেন একটি করে উইকেট।
এই ম্যাচের মাধ্যমে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে সিরিজ শুরু করল বাংলাদেশ, যেখানে তাদের লক্ষ্য সফরকারীদের সাম্প্রতিক হোয়াইটওয়াশের জবাব দেওয়া।