শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ৯ আগস্ট ২০২৫

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প
ছবি: ইন্টারনেট

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬.৪।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজি সেন্টারও একই গভীরতার কথা জানিয়েছে।

এর আগে ৩ আগস্টও কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল। এছাড়া মাত্র কয়েক দিন আগে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ঘটে, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয় এবং বেশ কয়েকটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে।

বারবার ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: