শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ৯ আগস্ট ২০২৫

এক্সেসরিজ খাতে গ্রিন গ্রোথে বিজিএপিএমইএ-সুইসকন্টাক্ট ওয়ার্কশপ

এক্সেসরিজ খাতে গ্রিন গ্রোথে বিজিএপিএমইএ-সুইসকন্টাক্ট ওয়ার্কশপ
ছবি: সংগৃহীত

গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের টেকসই উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক অর্ধদিবসব্যাপী ওয়ার্কশপ আয়োজন করেছে সুইজারল্যান্ড ও সুইডেনভিত্তিক উন্নয়ন সংস্থা সুইসকন্টাক্ট এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটন ঢাকায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় 'Promotion Green Growth in the Ready-Made Garments Sector Through Skills (PROGRESS)' এবং 'Initiative to Stimulate Private Investment for Resource Efficiency (InSPIRE)'— এই দুটি প্রকল্পের লক্ষ্য, কর্মপন্থা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে সুইসকন্টাক্ট, আর্থিক সহায়তা দিয়েছে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (SIDA) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার। তিনি বলেন, দেশের রপ্তানিমুখী শিল্পসমূহ—যেমন পোশাক, ফার্মাসিউটিক্যালস, ফ্রোজেন ফুড, সিরামিক, ফুটওয়্যার ও লেদারগুডসের শতভাগ প্যাকেজিং চাহিদা পূরণ করে আসছে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাত। এই শিল্পকে আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উৎপাদন ও দক্ষ মানবসম্পদ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

ওয়ার্কশপে সুইসকন্টাক্ট ও বিজিএপিএমইএ’র মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সুইসকন্টাক্টের পক্ষে স্বাক্ষর করেন ইনস্পায়ার প্রকল্পের টিম লিডার বিদোয়ারা তাহমিনা খান এবং বিজিএপিএমইএ’র পক্ষে সভাপতি মো. শাহরিয়ার।

ওয়ার্কশপে বিজিএপিএমইএ’র শীর্ষ কর্মকর্তা, পরিচালক, প্রাক্তন সভাপতি ও সহ-সভাপতিরা, সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং খাতসংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।