১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে ৯১ টাকা

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমিয়ে নতুন মূল্য ১,২৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ বছরের বিভিন্ন সময়ে এলপি গ্যাস ও অটোগ্যাসের মূল্যহ্রাসের ধারাবাহিকতায় এটি সর্বশেষ সিদ্ধান্ত। এর আগে:
-
ফেব্রুয়ারি ২০২৫: ১২ কেজি গ্যাসের দাম বাড়িয়ে করা হয় ১,৪৭৮ টাকা
-
মার্চ: দাম কমে দাঁড়ায় ১,৪৫০ টাকা
-
মে: আরও কমে ১,৪৩১ টাকা
-
১ জুন: ২৮ টাকা কমে হয় ১,৪০৩ টাকা, অটোগ্যাসের দাম দাঁড়ায় ৬৪.৩০ টাকা/লিটার
-
২ জুলাই: ১২ কেজির দাম কমে হয় ১,৩৬৪ টাকা, অটোগ্যাস হয় ৬২.৪৬ টাকা/লিটার, ২৩ কেজি সিলিন্ডারের দামও কমানো হয় ৩৯ টাকা
আজকের ঘোষণায় ১২ কেজির দাম আরও কমে ১,২৭৩ টাকায় দাঁড়াল, যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
বিইআরসি প্রতি মাসে সৌদি আরবের আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্য বিবেচনায় স্থানীয় বাজারে দাম নির্ধারণ করে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএমইটিসির উৎপাদিত এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।