বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ২৪ জুলাই ২০২৫

কর্মকর্তাদের পোশাকবিধি নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক

কর্মকর্তাদের পোশাকবিধি নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোশাক সংক্রান্ত নির্দেশনা গভর্নরের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিয়ে বিতর্কের মুখে বৃহস্পতিবার ( ২৪ জুলাই) এক ক্ষুদেবার্তায় সিদ্ধান্তটি জানায় কেন্দ্রীয় ব্যাংক।

সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন বিভাগীয় সভায় কর্মীদের পোশাক নিয়ে পরামর্শমূলক আলোচনা হয়। তাতে নারী কর্মীদের জন্য শালীন পোশাক যেমন সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে স্কার্ফ এবং পুরুষদের জন্য ফর্মাল পোশাক পরার সুপারিশ করা হয়। এছাড়া অতিরিক্ত কারুকার্যপূর্ণ, আঁটসাঁট বা অফিস পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করার কথাও বলা হয়।

তবে সার্কুলারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, এমন নির্দেশনা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের সামিল।

সামাজিক আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, এটি ছিল পরামর্শমূলক সার্কুলার এবং এতে নারী কর্মীদের বোরকা বা হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

বিদেশে অবস্থানরত গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সার্কুলার প্রত্যাহারের নির্দেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিস পরিবেশে সৌহার্দ্য ও পেশাদারিত্ব বজায় রেখে ভবিষ্যতে আরও পরিমিত ও সংবেদনশীলভাবে যেকোনো উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, কর্মীদের পোশাক পরিধানের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।