ফের বেড়েছে সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। নতুন দাম অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।
বুধবার (২৩ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৩০২ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৬৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ২২৩ টাকা।
রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামই বহাল থাকছে।