শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ৯ আগস্ট ২০২৫

ভারত থেকে দূরে সরে যাচ্ছে প্রতিবেশীরা, মোদিকে সতর্ক করলেন শারদ

ভারত থেকে দূরে সরে যাচ্ছে প্রতিবেশীরা, মোদিকে সতর্ক করলেন শারদ
ছবি: সংগৃহীত

ভারতের প্রতিবেশী দেশগুলো একে একে তাদের থেকে দূরে সরে যাচ্ছে—এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শারদ পাওয়ার। তিনি বলেন, এই সংকট আরও তীব্র হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বর্ষীয়ান এই রাজনীতিক। ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ ও প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের টানাপোড়েন নিয়ে মন্তব্য করেন তিনি।

শারদ পাওয়ার বলেন, “ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে একটা চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে জনগণের পূর্ণ সমর্থন দেওয়া জরুরি।”

তবে ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না—এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে পাওয়ার বলেন, “ট্রাম্পের আচরণ ও স্টাইল আমরা আগেই দেখেছি। তার কোনো নিয়ন্ত্রণ নেই। আবেগপ্রবণভাবে তিনি যা মনে করেন, তাই বলে বসেন।”

সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “ভারত কীভাবে তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়ছে, সেটি এখন ভাবার সময়। পাকিস্তান তো স্পষ্টভাবে আমাদের বিরোধিতা করছে। কিন্তু নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ—এই দেশগুলোরও আমাদের প্রতি মনোভাব ইতিবাচক নয়। আমাদের দিক থেকে কূটনৈতিক ব্যর্থতা থাকলে সেটি সংশোধন করতে হবে।”

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যে ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ, সে কথাও তুলে ধরেন শারদ পাওয়ার। তিনি বলেন, “এই সংকেতগুলো অবহেলা করা উচিত নয়। প্রয়োজনে আমাদের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনার সময় এসেছে।”

সম্পর্কিত বিষয়: