রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ৯ আগস্ট ২০২৫

পারিবারিক কলহের জেরে স্ত্রী-দুই কন্যাকে হত্যা 

পারিবারিক কলহের জেরে স্ত্রী-দুই কন্যাকে হত্যা 
ছবি: এনডিটিভি

দিল্লির করাওয়াল নগর এলাকায় স্ত্রীর ও দুই কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পারিবারিক দ্বন্দের জেড়ে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (৯ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্য চলা বিবাদের জেরেই শুক্রবার রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্য তদন্ত শুরু করে দিয়েছে। অভিযুক্ত পলাতক থাকায়, তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

প্রতিবেশীরা জানিয়েছে, এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একজন প্রতিবেশী বলেন, ‘আজ সকাল ৬টায় আমরা ঘটনাটি জানতে পারি। দরজা খোলার পর দেখি, মা ও দুই মেয়ে তাদের বিছানায় শুয়ে আছে।’