বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ২ আগস্ট ২০২৫

রাশিয়া সীমান্তে পারমাণবিক সাবমেরিন মোতায়েন: ট্রাম্পের হুঁশিয়ারি

রাশিয়া সীমান্তে পারমাণবিক সাবমেরিন মোতায়েন: ট্রাম্পের হুঁশিয়ারি
ছবি: ইন্টারনেট

রাশিয়ার সীমানার আরও কাছাকাছি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, “আমরা এখন রাশিয়ার আরও কাছে। সবসময় প্রস্তুত থাকতে চাই বলেই ওই অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিচ্ছে, তবে যুক্তরাষ্ট্র এখনো নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রথমে তিনি যুদ্ধ অবসানে ৫০ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন, পরে তা কমিয়ে ১০ দিনে নিয়ে আসেন। তার দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি মন্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “মেদভেদেভের কথার প্রতিক্রিয়ায় আমি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। কথার প্রভাব গভীর হতে পারে, যা অনেক সময় বড় ধরনের বিপর্যয়ের জন্ম দেয়। আমি আশা করি, এবার তেমন কিছু হবে না।”

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ একাধিক পোস্টে মেদভেদেভকে ‘রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট’ বলে আক্রমণ করে ট্রাম্প লিখেছেন, “মেদভেদেভ এখনো নিজেকে প্রেসিডেন্ট ভাবে। তাকে বলব— কথার লাগাম টানুন। আপনি বিপজ্জনক সীমা অতিক্রম করছেন।”

জবাবে মেদভেদেভ কটাক্ষ করে বলেন, “ট্রাম্প যেন ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজটা মনে রাখেন। আর ভুলে না যান— সোভিয়েত আমলের ‘ডেড হ্যান্ড’ পারমাণবিক ব্যবস্থা কতটা ভয়ানক ছিল।”

‘ডেড হ্যান্ড’ ছিল সোভিয়েত ইউনিয়নের একটি গোপন স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার পরও স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত হানতে সক্ষম। ধারণা করা হয়, এটি ১৯৮৫ সালে মোতায়েন করা হয়েছিল এবং এখনো রাশিয়ার কাছে কার্যকর রয়েছে।

গত কয়েকদিন ধরে এক্স (সাবেক টুইটার) ও টেলিগ্রামে ট্রাম্পকে উদ্দেশ্য করে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন মেদভেদেভ। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত সময়সীমা ১২ দিনে নামিয়ে আনার পর মেদভেদেভ মন্তব্য করেন, “ট্রাম্প এখন রাশিয়ার সঙ্গে আলটিমেটাম খেলছেন। প্রতিটি আলটিমেটাম যুদ্ধের দিকেই এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।”

বিশ্লেষকদের মতে, এই কথার লড়াই কেবল রাজনৈতিক নয়, বরং তা বৈশ্বিক কূটনীতি ও নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে— বিশেষ করে পারমাণবিক অস্ত্র ও সাবমেরিন মোতায়েনের মতো সংবেদনশীল ইস্যুতে।

তথ্যসূত্র: এপি, নিউজম্যাক্স TV

সম্পর্কিত বিষয়: