বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২৯ জুলাই ২০২৫

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫
ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মিডটাউনে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তা এবং হামলাকারী নিজেই। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পার্ক অ্যাভিনিউর ৫১তম ও ৫২তম স্ট্রিটের মাঝামাঝি ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এ গুলির ঘটনা ঘটে। এটি একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয় বলে জানিয়েছে এএফপি।

নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, হামলাকারীর নাম শেন তামুরা (২৭), যিনি লাস ভেগাসের বাসিন্দা। একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি থেকে নেমে এম৪ রাইফেল হাতে ওই ব্যক্তি ভবনের লবিতে ঢুকে প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করেন। পরে নিচতলায় দুইজন—একজন নারী এবং একজন নিরাপত্তাকর্মীকে হত্যা করে সে ৩৩তম তলায় উঠে আরও একজনকে হত্যা করে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি অভিবাসী দিদারুল ইসলাম। তিনি নিউইয়র্ক পুলিশে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা এবং তাঁদের আরও দুটি সন্তান রয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তাঁকে ‘অফিসার ইসলাম’ হিসেবে স্মরণ করেন।

এ ঘটনা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

সম্পর্কিত বিষয়: