ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি ভয়াবহভাবে সক্রিয় হয়ে উঠেছে। আগ্নেয়গিরি থেকে ৩ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তর আকাশ ঢেকে ফেলেছে। যে কোনো মুহূর্তে লাভা উদগিরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, ছাইয়ের স্তম্ভ ইতোমধ্যে আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার পূর্বে পর্যন্ত বিস্তৃত হয়েছে। তারা জানিয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ এবং প্রবল অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার উচ্চতায় ছাই নির্গমনের আশঙ্কা থাকায় আঞ্চলিক বিমান চলাচলে ‘কমলা রঙের’ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে রেকর্ডকৃত ভূমিকম্পের মাত্রা শুরুতে ৮.৭ ধরা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। ভূমিকম্পের পরপরই কামচাটকা উপকূলে ৪ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলীয় অঞ্চলগুলোতে জরুরি সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ভূমিকম্প ও সুনামির প্রভাব কেবল রাশিয়ায় সীমাবদ্ধ থাকেনি। জাপানে সুনামির প্রথম ঢেউ ইতোমধ্যে আছড়ে পড়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের কিছু উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কামচাটকার ভূগর্ভস্থ চাপের কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আরও ভয়াবহ আকার নিতে পারে, যা জীবনের পাশাপাশি বিমান চলাচল, পরিবেশ ও অবকাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।