ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প রাশিয়ায়

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এটি ১৯০০ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প।
বুধবার (৩০ জুলাই) কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। মূল ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ৯ এবং ৬ দশমিক ৩ মাত্রার দুটি আফটারশক হয়।
ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আশঙ্কায় পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জাপানের হোক্কাইডো দ্বীপে প্রায় ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ে।
ইউএসজিএস-এর তথ্য অনুসারে, কামচাটকার এই ভূমিকম্প শক্তি ও ধ্বংসক্ষমতার দিক থেকে ইতিহাসে ষষ্ঠ। এর আগে একই মাত্রার ভূমিকম্প হয়েছিল ২০১০ সালে চিলিতে ও ১৯০৬ সালে ইকুয়েডরে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের ভূকম্পবিদ ড. হেলেন জেনিসজেউইস্কি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের রেকর্ডে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল ১৯৬০ সালে, চিলির বিওবিও অঞ্চলে, যার মাত্রা ছিল ৯ দশমিক ৫।”
রয়টার্স জানায়, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে—জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডর, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ, চীন, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও লস অ্যাঞ্জেলেসে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, অন্তত ২৪ ঘণ্টা সাগরে উচ্চমাত্রার ঢেউয়ের আশঙ্কা থাকবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সরকারি তথ্যের দিকে খেয়াল রাখুন, আতঙ্কিত হবেন না—দৃঢ় থাকুন।”